Country

2 months ago

Kiren Rijiju:বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত : কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত। কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কিরেন রিজিজু বলেছেন, "সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে আমি আবারও আবেদন করছি, বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা করা হোক। বিরোধীরা কেন কৃষক, ক্ষুদ্র আদিবাসীদের জন্য করা বিধান নিয়ে আলোচনা করছেন না?...জনগণ প্রধানমন্ত্রী মোদীকে জনাদেশ দিয়েছে, আপনারা এই জনাদেশকে অপমান করার চেষ্টা করছেন। এটা মোটেও ঠিক নয়। বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত।"

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আরও বলেছেন, "আপনারা সবাই নিশ্চয়ই গতকালের আলোচনা দেখেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐতিহাসিক তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করার পর, দেশ দেখতে চায় বাজেটের ওপর আলোচনা ভালো এবং অর্থপূর্ণভাবে হোক। বাজেট অধিবেশন চলাকালে কয়েকটি দলের নেতারা যেভাবে মন্তব্য করেছেন এবং যেভাবে বক্তৃতা দিয়েছেন, তাতে আমি বলতে চাই তাঁরা বাজেট অধিবেশনের মর্যাদা ক্ষুন্ন করে সংসদকে অপমান করেছেন। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, দলের জন্য যা করার ছিল তা নির্বাচনে করা হয়েছে, এখন দলের জন্য নয়, দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বিরোধীরা বাজেট নিয়ে কিছু বলেনি, তাঁরা শুধু রাজনীতি করেছেন। তাঁরা দেশের জনাদেশকে অপমান করেছেন।"

You might also like!