Country

4 weeks ago

Supreme Court : অবশেষে স্বস্তি পেলেন রামদেব ও আচার্য বালকৃষ্ণ, অবমাননার মামলা বন্ধ করলো সুপ্রিম কোর্ট

Supreme Court (symbolic picture)
Supreme Court (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের এমডি আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে অবমাননার মামলা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মঙ্গলবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য পতঞ্জলি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ এবং সহ-প্রতিষ্ঠাতা বাবা রামদেবের বিরুদ্ধে বিচারাধীন অবমাননার মামলা বন্ধ করে দিয়েছে।

একইসঙ্গে শীর্ষ আদালতের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন ভবিষ্যতে আদালতের সমস্ত আদেশ মেনে চলেন এবং অতীতের এই আচরণের যেন পুনরাবৃত্তি না হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ গত ১৪ মে রায়দান সংরক্ষিত রেখেছিল, অবশেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়েছে। বিচারপতি কোহলি রায় ঘোষণা করে বলেছেন, নিজেদের অবমাননা থেকে মুক্ত করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, তা বিবেচনা করেই মামলা বন্ধ করা হচ্ছে।


You might also like!