Country

1 month ago

Narendra Modi :হর ঘর তিরঙ্গা অভিযানের শুরু, জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : দেশজুড়ে শুরু হল হর ঘর তিরঙ্গা অভিযান। ৯ থেকে ১৫ আগস্ট সমগ্র দেশে হর ঘর তিরঙ্গা অভিযান পালিত হবে। এই সময়ে প্রত্যেক দেশবাসীকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার এবং তিরঙ্গার সঙ্গে একটি সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছিল। গত বছর ১০ কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছিলেন। সারা দেশে এই উপলক্ষ্যে ২০০-র বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৩ আগস্ট সাংসদ ও মন্ত্রীরা ত্রিবর্ণা বাইক র‌্যালি বের করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "এই বছরের স্বাধীনতা দিবসের দিন যতই ঘনিয়ে আসছে, আসুন আবারও হর ঘর তিরঙ্গা অভিযানকে স্মরণীয় গণআন্দোলন করে তুলি। আমি নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করছি এবং আমি আপনাদেরও এমনটা করে এই অভিযানে যোগদান করার জন্য অনুরোধ করছি।

You might also like!