Country

1 month ago

Arjun Ram meghwal:সুশাসনের জন্য দ্রুত এবং দক্ষ বিচার ব্যবস্থা অপরিহার্য : অর্জুন রাম মেঘওয়াল

Arjun Ram meghwal
Arjun Ram meghwal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ন্যায় সংহিতা দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আধুনিক করে তুলবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল শনিবার বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অপরাধমূলক বিচার ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক করে তুলবে।

কোচিতে কেরল হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিদের রাজ্য স্তরের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেছেন, সুশাসনের জন্য দ্রুত এবং দক্ষ বিচার ব্যবস্থা অপরিহার্য। দ্রুত বিচার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বলেও মন্ত্রী পর্যবেক্ষণ করেন। যথাযথ প্রস্তুতি বা পরামর্শ ছাড়াই ভারতীয় ন্যায় সংহিতা আনা হয়েছিল এমন অভিযোগ তিনি খারিজ করে দেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকে স্টেকহোল্ডারদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।

You might also like!