Country

2 months ago

Soniya gandhi : দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে শিক্ষাব্যবস্থাকেই ত্রুটিপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে : সোনিয়া গান্ধী

Sonia Gandhi (symbolic picture)
Sonia Gandhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : কেন্দ্রের এনডিএ সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার সকালে সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, "বিগত বছরগুলিতে শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে, পুরো শিক্ষাব্যবস্থাকে ত্রুটিপূর্ণ ও কারচুপির হিসেবে দেখানো হচ্ছে। কীভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে তা প্রকাশ করা লক্ষ লক্ষ তরুণের বিশ্বাসকে ধ্বংস করেছে। এনসিইআরটি, ইউজিসি এবং এমনকি ইউপিএসসি-র মতো সাংবিধানিক সংস্থাগুলির পেশাদার চরিত্র এবং স্বায়ত্তশাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।"

ওয়ানাডে ভূমিধসে প্রাণহানি, রেল দুর্ঘটনা ও তিন ইউপিএসসি শিক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, শশী থারুর-সহ সবাই উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

You might also like!