Country

2 months ago

Kedarnath to a safe place in Gujarat:কেদারনাথ থেকে গুজরাটের ১৭ জন বিপর্যস্ত তীর্থযাত্রীকে নিরাপদ জায়গায় স্থানান্তর

Shifting of 17 distressed pilgrims from Kedarnath to a safe place in Gujarat
Shifting of 17 distressed pilgrims from Kedarnath to a safe place in Gujarat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। কেদারনাথ-সহ চারধাম যাত্রা পথেও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। কেদারনাথ ধামে তীর্থযাত্রায় যাওয়া গুজরাটের আরাবল্লি জেলার ১৭ জন তীর্থযাত্রী উত্তরাখণ্ডে গিয়ে আটকে পড়েন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এইসব যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য উত্তরাখণ্ড সরকারের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন আধিকারিকদের। তাৎক্ষণিক এই উদ্যোগের ফলে দ্রুত তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এদিকে কেদারনাথ যাত্রাপথে আটকে পড়া অন্যান্য রাজ্যের পুণ্যার্থীদেরও উদ্ধারের কাজ চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির অনুরোধে বিপর্যস্ত উত্তরাখণ্ডে কপ্টার পাঠিয়েছে কেন্দ্র। তাতেই পর্যটক-পুণ্যার্থীদের উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। জানা গেছে, বায়ুসনার চিনুক এবং এম ১৭ কপ্টার এদিন উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরাখণ্ড-এ উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর জওয়ানরাও।

You might also like!