Country

1 month ago

Sanjay singh reacts on sisodia bail : সত্যের জয় হল, সিসোদিয়ার জামিন মঞ্জুরে প্রতিক্রিয়া সঞ্জয় সিংয়ের

Sanjay singh and sisodia (symbolic picture)
Sanjay singh and sisodia (symbolic picture)

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। সিসোদিয়া শীর্ষ আদালতে জামিন পেতেই এএপি নেতা সঞ্জয় সিং বললেন, "জয় হল সত্যের।" সিসোদিয়া জামিন পেতেই আনন্দে মেতে ওঠেন সঞ্জয় সিং, তাঁর বাড়িতে মিষ্টি মুখ করেন দলীয় কর্মী-সমর্থকরা। সঞ্জয় সিং বলেছেন, "এটা সত্যের জয়। আমি আগেই বলেছি, এই মামলায় কোনও সত্য/প্রমাণ নেই। আমাদের নেতাদের জোর করে জেলে ঢোকানো হয়েছে। মণীশ সিসোদিয়াকে ১৭ মাস জেলে রাখা হয়েছিল। আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, আমরা ন্যায়বিচার পেয়েছি এবং সিদ্ধান্ত এএপি-এর পক্ষে এসেছে এবং প্রতিটি কর্মী আনন্দিত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অরবিন্দ কেজরিওয়াল এবং সত্যেন্দ্র জৈনও যেন শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসেন। এটা কেন্দ্রীয় সরকারের একনায়কতন্ত্রের উপর চড়।

You might also like!