প্রয়াগরাজ ও বারাণসী, ১৫ জুলাই : প্রয়াগরাজে চিন্তা বাড়াচ্ছে গঙ্গার জলস্তর বৃদ্ধি, বাড়ছে যমুনা নদীর জলস্তরও। একই অবস্থা বারাণসীতেও। অবিরাম বৃষ্টিপাত ও নদীর জল ছেড়ে দেওয়ার ফলে গঙ্গার জলস্তর প্রয়াগরাজের হনুমান মন্দিরের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে রাতেই মধ্যেই গঙ্গার জল মন্দিরে প্রবেশ করতে পারে, কারণ গঙ্গা এবং যমুনা উভয় নদীর জলস্তরই বৃদ্ধি পাচ্ছে। একজন ভক্ত বলেছেন, "জলের স্তর খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জল এখন হনুমান জি মন্দিরের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে।" বারাণসীতে গঙ্গার জল বৃদ্ধির ফলে আধুনিক নমো ঘাট-সহ প্রধান ঘাটগুলি ডুবে গিয়েছে। যদিও এখনও বিপদসীমার নীচে রয়েছে, নদীর জল প্রতি ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্কতা জারি করেছে। একজন পর্যটক বলেছেন, "আমি বর্তমানে নমো ঘাটে আছি। বন্যা পরিস্থিতির কারণে আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।"