Country

1 month ago

Rescue operation : কেদারনাথে পঞ্চম দিনে পড়ল উদ্ধারকাজ, আকাশপথে আনা হচ্ছে পুণ্যার্থীদের

Rescue operation kedarnath (symbolic picture)
Rescue operation kedarnath (symbolic picture)

 

রুদ্রপ্রয়াগ, ৫ আগস্ট : কেদারনাথে সোমবার পঞ্চম দিনে পড়ল পুণ্যার্থীদের নিরাপদে উদ্ধারকাজ। আকাশপথে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হচ্ছে তীর্থযাত্রীদের। রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, শ্রী কেদারনাথ ধাম যাত্রা রুটে উদ্ধার ও তল্লাশি অভিযান পঞ্চম দিনও মতো অব্যাহত রয়েছে। রবিবার গভীর সন্ধ্যা পর্যন্ত স্নিফার ডগের সাহায্যে তল্লাশি অভিযান অব্যাহত ছিল এবং লিঞ্চোলি থেকে রামবাদা এলাকা পর্যন্ত তল্লাশি অভিযান শেষ হয়েছে, সেখানে আর কেউ আটকে নেই।

ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ এবং চিনুক বিমানের সাহায্যে এয়ারলিফ্ট উদ্ধার অভিযান শুরু হয়েছে। এমআই ১৭ বিমান যাত্রীদের চারধাম হেলিপ্যাডে অবতরণ করিয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত, এমআই, চিনুক এবং ছোট হেলিকপ্টারের সাহায্যে কেদারনাথ থেকে ১৩৩ জনকে নিরাপদে এয়ারলিফ্ট করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে।

You might also like!