মুম্বই, ২৫ আগস্ট : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, রাহুল একজন সত্যিকারের মিথ্যেবাদী। সোমবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবিস বলেন, "রাহুল গান্ধী একজন সত্যিকারের মিথ্যাবাদী, যিনি ক্রমাগত মিথ্যা ছড়ান।" মুম্বইয়ে বিজেপির নতুন সভাপতি নিযুক্তি প্রসঙ্গে দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, "বিধানসভা নির্বাচনে, বিজেপি আবারও তৃতীয়বারের মতো মুম্বইয়ের বৃহত্তম দল হিসেবে প্রমাণিত হয়েছে। মুম্বই বিজেপির দায়িত্ব একজন নতুন নেতার উপর অর্পণ করা হয়েছে, সকলে সম্মিলিতভাবে অমিত সাতমের নাম বেছে নিয়েছেন। আজ রাজ্য সভাপতি আনুষ্ঠানিকভাবে নিজের নিয়োগ ঘোষণা করেছেন।"