Country

1 month ago

Rice ATM: ATM-র বোতামে চাপ দিলেই মিলবে চাল! জানেন কোন শহরে বসেছে রেশন ATM?

Rice ATM
Rice ATM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ATM মেসিনের সামনে কার্ড ঢোকালেই টাকা পান সাধারন মানুষ। সে কথা তো সকলেই জানে! কিন্তু এবার ATM মেসিনে কার্ড ঢোকালেই আমজানতা পাবেন রেশনের চাল। রেশনের কালোবাজারি আটকাতে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে রেশন নেওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারন মানুষ।

কোথায় বসেছে এই রেশন ATM?

 এবার বোতাম টিপলেই মিলবে চাল, এমনই ব্যবস্থা চালু হয়েছে ওড়িশার ভুবনেশ্বরে। দাবি করা হচ্ছে, ভুবনেশ্বরে চালু হওয়া এই Rice ATM- ভারতে প্রথম। বৃহস্পতিবার ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুষ্ণা চন্দ্র পাত্র এদিন এই Rice ATM-এর উদ্বোধন করেন।মঞ্চেশ্বরে এই যন্ত্রটি বসানো হয়েছে। জানা গিয়েছে, এক একজন ২৫ কেজি করে চাল পাবেন। একটি টাচস্ক্রিন ডিসপ্লে-তে রেশন কার্ড নম্বর দিতে হবে। তার আগে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন।

 সংবাদমাধ্যম সূত্রের খবর, ওড়িশার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই Rice ATM এর মাধ্যমে প্রথম পরীক্ষা করা হবে। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ঠিক মাপে এবং ঠিক মতো চাল যাতে উপভোক্তারা পান তার জন্যই এই ব্যবস্থা। আপাতত ভুবনেশ্বরে এটি শুরু হলেও এরপরে ওড়িশার ৩০টি জেলাতেই শুরু হবে। যদি এই মডেল সফল হয়, তাহলে সারা দেশেই One Nation One Ration Card- এর অধীনে অন্য রাজ্যে এই ব্যবস্থা চালু করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

You might also like!