Country

2 months ago

Sudeep Banerjee:পশ্চিমবঙ্গে বিভাজন কখনওই হবে না : সুদীপ বন্দ্যোপাধ্যায়

Sudeep Banerjee
Sudeep Banerjee

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের কখনওই বিভাজন হবে না। একইসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০২৬ সালে সিপিএম ও কংগ্রেসের মতো বিজেপিও উধাও হয়ে যাবে।

বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "পশ্চিমবঙ্গের বিভাজন কখনওই হবে না। আগে সুভাষ ঘিসিং দার্জিলিং-কে গোর্খাল্যান্ড বানানোর দাবি জানিয়েছিলেন, বাংলার জনগণ কীভাবে প্রতিবাদ করেছিল, তা সবাই দেখেছে। সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের দাবি তুলেছেন, কিন্তু তাঁকে মনে রাখতে হবে বাংলার মানুষ কখনওই এই ধরনের দাবিকে সমর্থন করবে না। তিনি যদি এভাবেই কথা বলতে থাকেন, যেমন সিপিআই (এম) এবং কংগ্রেস শূন্য হয়েছে, বিজেপিও ২০২৬ সালে শূন্যে নেমে যাবে।"

You might also like!