Country

2 months ago

Haridwar:শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শৈবতীর্থে পুণ্যার্থীদের ভিড়, হরিদ্বারে পুণ্যস্নান

Haridwar.
Haridwar.

 

হরিদ্বার, ২৯ জুলাই : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করলেন অসংখ্য পুণ্যার্থীরা। শ্রাবণ মাসের সোমবার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই বিপুল সংখ্যক পুণ্যার্থী হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেন। এছাড়াও দেশের বিভিন্ন শিব মন্দিরে জলাভিষেক করেছেন পুণ্যার্থীরা।

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্ম আরতি করা হয়। ভোর থেকে ঝাড়খণ্ডের দেওঘড়ের বাবা বৈদ্যনাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। কানপুরের নয়াগঞ্জে নাগেশ্বর মন্দিরেও চলে পূজার্চনা। দিল্লির চাঁদনী চকের গৌরী শঙ্কর মন্দিরে ভক্তরা মহাদেব শিবের প্রার্থনা করেছেন।

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষ্যে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও এদিন সকালে বিশেষ পুজোপাঠ করা হয়। উত্তর প্রদেশের মেরঠের কালী পল্টন মন্দিরেও চলে পূজার্চনা। গোরক্ষপুরের ঝাড়খণ্ডি মহাদেব মন্দিরের বাইরেও বিশাল সংখ্যক পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

You might also like!