Country

2 months ago

Haridwar:শ্রাবণ মাসের প্রথম সোমবারে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান, শিব মন্দিরে জলাভিষেক পুণ্যার্থীদের

On the first Monday of the month of Shravan, devotees take a holy bath in the Ganga at Haridwar
On the first Monday of the month of Shravan, devotees take a holy bath in the Ganga at Haridwar

 

হরিদ্বার, ২২ জুলাই : শ্রাবণ মাসের প্রথম সোমবারে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করলেন অগণিত পুণ্যার্থীরা। এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই বিপুল সংখ্যক পুণ্যার্থী হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেন। এছাড়াও দেশের বিভিন্ন শিব মন্দিরে জলাভিষেক করেছেন পুণ্যার্থীরা।

শ্রাবণ মাসের প্রথম সোমবারে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে বিশেষ আরতি করা হয়। দিল্লির চাঁদনী চকের গৌরী শঙ্কর মন্দিরে ভক্তরা মহাদেব শিবের প্রার্থনা করেছেন। ভোর থেকে ঝাড়খণ্ডের দেওঘড়ের বাবা বৈদ্যনাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। কানপুরের নয়াগঞ্জে নাগেশ্বর মন্দিরেও চলে পূজার্চনা।

শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষ্যে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও এদিন সকালে বিশেষ পুজোপাঠ করা হয়। উত্তর প্রদেশের মেরঠের কালী পল্টন মন্দিরেও চলে পূজার্চনা। গোরক্ষপুরের ঝাড়খণ্ডি মহাদেব মন্দিরের বাইরেও বিশাল সংখ্যক পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

You might also like!