Country

2 months ago

Nirmala Seetharaman: অর্থমন্ত্রী নির্মলার লেটেস্ট বক্তব্যের নিশানায় বিরোধীরা কারণ তাঁদের বক্তব্য যে বাজেট বক্তৃতায় তাঁদের রাজ্যের উল্লেখ নেই

Nirmala Seetharaman's latest finance budget speech has been affected by the Oppositions
Nirmala Seetharaman's latest finance budget speech has been affected by the Oppositions

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার সংসদের উচ্চ কক্ষে দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বক্তৃতা দিচ্ছিলেন তখন বিরোধীরা ‘ওয়াকআউট’ করলেন। সংসদের বাইরে তারা একযোগে ‘বৈষম্য’-এর অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়! উল্লেখ্য, তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে মঙ্গলবারে ফিনান্স বাজেট ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন। এরপর, তিনি বিরোধীদের বিক্ষোভের উত্তর হিসেবে বলেন যে বাজেটে কোনও রাজ্যকে ‘বঞ্চনা’ করা হয়নি আর তারা অর্থাৎ বিরোধীরা ইচ্ছে করে সাধারণ জনগণকে উল্টোপালটা বলে বিভ্রান্ত করছে! নির্মলা আরো জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রের পালঘর জেলার বধাবনে সমুদ্র বন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাজেটে তার উল্লেখ নেই। তারপরই তাঁর সংযোজন, ‘‘এর অর্থ কি মহারাষ্ট্রকে উপেক্ষা করা হয়েছে? বক্তৃতায় যদি একটি নির্দিষ্ট রাজ্যে নাম বলা না হয়, তবে কি কেন্দ্রের প্রকল্পগুলি থেকে তারা উপকৃত হয় না? এটা কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে জনগণকে ভুল বোঝাচ্ছে।’’ 

তবে বিরোধীরা অর্থমন্ত্রীর শেষতম কথা শোনার পরও থেমে যায়নি। নির্মলার বক্তৃতার আগে থেকেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে মজা করে বক্তৃতায় বলেন, ‘‘দু’টি রাজ্য ছাড়া দেশের কোনও রাজ্যই এই বাজেটে উপকৃত হয়নি। সকলের থালা খালি রেখে দু’টি রাজ্যের থালা পকোড়া এবং জিলিপি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে।’’ সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভে শামিল হয়েছিলেন খড়গে। সেই বিক্ষোভের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্য সাংসদও ছিলেন। 

মঙ্গলবার বাজেট পেশ হওয়ার পর সন্ধ্যাতেই দিল্লিতে কংগ্রেস সভাপতি খড়্গের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। সেই বৈঠকেই স্থির হয়েছিল, বুধবার সংসদ ভবন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে। 

You might also like!