Country

1 week ago

Kerala: মালয়ালি ভাবাবেগ, কেন্দ্রের অনুমোদন মিললেই কেরল হবে 'কেরলম'

Malayali sentiments, Kerala will be 'Kerlam' if approved by Centre.
Malayali sentiments, Kerala will be 'Kerlam' if approved by Centre.

 

তিরুবনন্তপুরম, ২৫ জুন: কেরল রাজ্যের নাম এবার বদলাতে চলেছে। বাম শাসিত রাজ্য কেরলের নাম বদলে এবার নতুন নাম হতে চলেছে কেরলম। জানা গেছে, কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। এবার কেন্দ্রীয় সরকার ‘কেরলম’-এ অনুমোদন দিলেই পাল্টে যাবে ‘কেরল’। সিপিএমের নেতৃত্বাধীন শাসক জোট এলডিএফের পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউডিএফের বিধায়কেরাও সোমবার মালয়ালি ভাবাবেগের কথা জানিয়ে নাম বদলের প্রস্তাব সমর্থন করেছেন।

উল্লেখ্য, মালায়লম ভাষায় এই রাজ্যের আসল নাম কেরলম। কিন্তু অন্যান্য ভাষায় এই রাজ্যের নাম কেরল হয়ে গিয়েছে। সংবিধানের প্রথম তফসিলেও এই রাজ্যের নাম লেখা হয় কেরল। এবার কেন্দ্রীয় সরকার ‘কেরলম’-এ অনুমোদন দিলেই পাল্টে যাবে ‘কেরল’।

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘পশ্চিমবঙ্গ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে এ রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য বিল পাশ করিয়েছিলেন বিধানসভায়।

You might also like!