Country

2 months ago

Kedarnath yatra : বৃষ্টি-দুর্যোগে কেদারনাথ যাত্রা দু'দিন স্থগিত, সুরক্ষিত উদ্ধার বহু পুণ্যার্থী

Kedarnath yatra (symbolic picture)
Kedarnath yatra (symbolic picture)

 

রুদ্রপ্রয়াগ, ২ আগস্ট : উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল ও রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টির জন্য দু'দিনের জন্য কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত কেদরানাথে আটকে ছিলেন প্রায় এক হাজার মানুষ। পায়ে হেঁটে যাওয়ার পথে আটকে পড়েছিলেন আরও ৮০০ জন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এই কাজে বায়ুসেনা এবং বেসরকারি হেলিকপ্টারের সাহায্য নিয়েছে রাজ্য সরকার। যমুনোত্রী ও কেদারনাথের ট্রেক রুটে তীর্থযাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এনডিআরএফ-এর ১২ এবং এসডিআরএফ-এর ৬০টি দল রাজ্যে ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। উত্তরাখণ্ডে আগামী ৪৮ ঘন্টার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় প্রশাসন, পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ-কে সতর্ক করে দেওয়া হয়েছে। কেদারনাথ যাওয়ার পথে ভীমবলীতে বুধবার মেঘভাঙা বৃষ্টি আর ধসের কারণে আটকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। আটকে থাকা পুণ্যার্থীদের হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়। এখনও যে সব পুণ্যার্থী আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের কাজ চলছে।

You might also like!