Country

2 months ago

kamala harris : কমলা হ্যারিসের সমর্থনে পোস্টার পড়লো ‘মাতৃভূমি’ তামিলনাড়ুতে

kamala harris (symbolic picture)
kamala harris (symbolic picture)

 

তুলাসেন্দ্রপুরম, ২৪ জুলাই : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। জো বাইডেন সরে দাঁড়াতেই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে কমলা হ্যারিসের। তাতেই তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম গ্রামে পুজো দিয়ে কমলা হ্যারিসের জয়ের প্রার্থনায় মগ্ন হয়ে উঠলেন গ্রামবাসীরা।

জানা গেছে, এই গ্রামে শুরু হয়ে গিয়েছে আনন্দ উৎসব। গোটা গ্রামে ছেয়ে গিয়েছে পোস্টার। বুধবার দেখা যায়, কমলার হাসি মুখের পোস্টারে জ্বলজ্বল করছে গোটা গ্রাম। তাঁদের ঘরের মেয়ে জয়ী হোক, এই আশায় বুক বাঁধছে তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম গ্রামের মানুষ। যদি এই নির্বাচনে জয়ী হন কমলা তবে প্রথম ‘কৃষ্ণাঙ্গ’ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলবে। ইতিহাসের খাতায় নাম লেখাবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন আমেরিকায় চলে যান। শ্যামলা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। পরে আমেরিকায় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ডোনাল্ড হ্যারিস জামাইকার বাসিন্দা ছিলেন। কমলার জন্ম হয়। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা কমলার।

You might also like!