Country

1 month ago

Nitin Gadkari:২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে জোজি লা সুড়ঙ্গের কাজ : নীতিন গড়করি

Nitin Gadkari
Nitin Gadkari

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জোজি লা সুড়ঙ্গের কাজ শেষ হয়ে যাবে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে।  এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি। ৬,৮০৯,৬৯ কোটি টাকা ব্যয়ে এই জোজি লা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। একটি লিখিত প্রশ্নের উত্তরে লোকসভায় মন্ত্রী জানিয়েছেন, জোজি লা টানেল প্রকল্পে ১৩.১৫৩ কিলোমিটার একটি টানেল নির্মাণ এবং মোট ১৭.০৩০ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা রয়েছে। মোট দৈর্ঘ্য ৩০.১৮ কিলোমিটার।

তিনি জানান, প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৬,৮০৯,৬৯ কোটি টাকা। এখনও পর্যন্ত ৫২.১৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের নির্ধারিত সমাপ্তির তারিখ ২৯.০৯.২০২৬। এই প্রকল্পের অধীনে অন্ততপক্ষে ১০৪৩ জন কাজ করছেন।

You might also like!