Country

2 months ago

NF Rail :আলিপুরদুয়ার ডিভিশনের সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন এনএফ রেলওয়ের জিএম-এর

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত কোকরাঝাড়, ফকিরাগ্রাম, শ্রীরামপুর এবং আলিপুরদুয়ার স্টেশনের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেছেন। আজ  পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন হেডকোয়ার্টার ও ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা। রেলওয়ে স্টেশনগুলিতে সুরক্ষা সম্পর্কিত সতর্কতা পরীক্ষা করার জন্য রেলওয়ে আধিকারিকদের সাথে বার্তালাপ করে সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেছেন জিএম। এছাড়া তিনি সুরক্ষা, নিরাপত্তা ও যাত্রীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে আরও উন্নতি সাধনের জন্য বিভিন্ন স্তরের রেলওয়ে কর্মীদের পরামর্শ দেন।

আজ এক প্রেসবার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ খবর দিয়ে জানান, জেনারেল ম্যানেজার বিভিন্ন স্টেশনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেছেন। তিনি কোকরাঝাড় রেলওয়ে স্টেশন, ক্রুলবি, ফুট ওভারব্রিজ, প্ল্যাটফর্ম এবং যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত কাজও পরিদর্শন করেন। এছাড়া তিনি ফকিরাগ্রাম স্টেশনে হেল্থ ইউনিট, স্টাফ কলোনি এবং উন্নত, অতিরিক্ত ও বর্ধিত যাত্রী সুযোগ-সুবিধা প্রদানের জন্য অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে রেলস্টেশন পুনর্বিকাশের কাজ পরিদর্শন করেন। তিনি গোসাইগাঁওহাট এবং শ্রীরামপুর রেলওয়ে স্টেশনের মধ্যে ট্র্যাক, ব্রিজ ও অন্যান্য স্থাপনাগুলির উইন্ডো ট্রেলিং পরিদর্শন পরিচালনা করেন। এছাড়া তিনি বিভিন্ন সেকশনের লেভেল ক্রসিংগেট, কার্ভ, পয়েন্টস অ্যান্ড ক্রসিং এবং ব্রিজ পরিদর্শন করেন।

এদিন জিএম শামুকতলা ও আলিপুর দুয়ার স্টেশনের মধ্যে ট্র্যাক মেইন্টেনারদের জন্য গ্যাংটুল / রেস্টরুম উদ্বোধন করেছেন। পাশাপাশি তিনি আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের ক্রুলবি এবং ক্যারেজ অ্যান্ড ওয়াগন ট্রেন পাসিং অফিস পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছেন।

পরে জেনারেল ম্যানেজার ইউনিয়নের প্রতিনিধি ও ডিভিশনাল আধিকারিকদের সাথে মতবিনিময় করে অঞ্চলটির আর্থ-সামাজিক পরিস্থিতি আরও মজবুত করার জন্য পরিকাঠামো উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। চলমান কাজগুলি সম্পর্কে জেনারেল ম্যানেজার যে মূল্যায়ন করেছেন তাতে যাত্রীদের নিরাপদ, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের যে একনিষ্ঠ প্রচেষ্টার য়েছে তারই প্রতিফলন ঘটেছে, দাবি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দের।

You might also like!