Country

2 months ago

Rain forecast in several states:আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ডে, উত্তর ভারতের সর্বত্রই হবে বৃষ্টিপাত

Rain forecast in several states
Rain forecast in several states

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে এবং ২ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, পশ্চিম, মধ্য ও পূর্ব মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ২ ও ৩ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত। ১ আগস্ট কোঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টি হবে। আগস্টের প্রথম সপ্তাহজুড়ে জম্মুতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও আইএমডি জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত ওডিশায়, ১ থেকে ২ আগস্ট ছত্তিশগড় ও ১ আগস্ট পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি প্রত্যাশিত।

মধ্য মহারাষ্ট্ৰে আগামী ৩ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতেও। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ১ আগস্ট পর্যন্ত অত্যধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ১ আগস্ট অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!