Country

1 month ago

Heavy rain is forecast in several parts of the country :আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Heavy rain is forecast in several parts of the country
Heavy rain is forecast in several parts of the country

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : আগামী দু-তিনদিন উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১০ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

পাশাপাশি, ঝাড়খণ্ড, বিহার, ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বলে জানা গেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাটে আগামী দু'দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে সপ্তাহব্যাপী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, রাজস্থান, উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টি হবে বলে জানা গেছে।

You might also like!