Country

2 months ago

Hathras case Supreme Court:হাথরাস-কাণ্ডে আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ

Hathras case Supreme Court
Hathras case Supreme Court

 

নয়াদিল্লি, ১২ জুলাই  : উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ২ জুলাইয়ের ওই ঘটনার তদন্তের জন্য এক জন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের কমিশন গড়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে।

কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আবেদনকারী পক্ষকে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদন খারিজ করে বলেন, ‘‘এই ধরনের আবেদন শোনার যোগ্যতা রয়েছে হাইকোর্টের।’’

উল্লেখ্য, গত ২ জুলাই হাথরাসে একটি ‘সৎসঙ্গ’-র আয়োজন হয়েছিল। নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে সেই ‘সৎসঙ্গ’-এ ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হয়। তবে অনুষ্ঠান শেষে বিপদ ঘটে। অনুষ্ঠানস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১২১ জনের।


You might also like!