Country

1 week ago

Bhupender Yadav:দাবদাহ থেকে রেহাই পেতে সবুজায়নই অন্যতম সমাধান, মন্তব্য ভূপেন্দর যাদবের

Bhupender Yadav
Bhupender Yadav

 

নয়াদিল্লি, ২০ জুন : দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য এই বছর গরমের দহনজ্বালায় জ্বলেছে, তাপের দাপটে প্রাণহানির ঘটনাও ঘটেছে দেশজুড়ে। এই গরম থেকে রেহাই পেতে একমাত্র সমাধান বসুন্ধরাকে সসবুজায়ন, এই অভিমত পোষণ করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবতন মন্ত্রক ভূপেন্দর যাদব। সমস্ত দেশবাসীকে "একটি গাছ মায়ের নামে" অভিযানের অধীনে বৃক্ষরোপণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন, "তাপপ্রবাহ থেকে বাঁচতে সমাধান হল পৃথিবীর সবুজ আবরণ সংরক্ষণ করা। গতবারও আমরা যমুনা নদীর চারপাশে প্লাবিত এলাকায় চারাগাছ রোপণ করেছি। ভারত সরকার দেশের উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ উদ্যোগ কর্মসূচি শুরু করেছে। আমরাও সে জন্য কাজ করছি। আমরা "একটি গাছ মায়ের নামে" অভিযানকে পাঁচ বছরে সবচেয়ে বড় গণআন্দোলন করতে চাই।"


You might also like!