Country

2 months ago

Gangarampur :ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গঙ্গারামপুর পুরসভার

Gangarampur Municipal Corporation's campaign to clear the footpath encroachment
Gangarampur Municipal Corporation's campaign to clear the footpath encroachment

 

গঙ্গারামপুর, ১৮ জুলাই : ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভা। বুলডোজার চালিয়ে অবৈধভাবে নির্মাণ হওয়া দোকান ভেঙে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। বৃহস্পতিবার পুরপ্রধান প্রশান্ত মিত্রের নেতৃত্বে ফুটপাত দখলমুক্তের অভিযান শুরু হয়। দোকান সরিয়ে নেওয়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন শহরে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হলেও বাকি ছিল গঙ্গারামপুর পুরসভা। তাই গঙ্গারামপুর পুরসভার তরফেও মাইকিং করে ১৫ জুলাইয়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকে রাজ্য ও জাতীয় সড়কের ধার থেকে দোকান সরিয়ে নিয়েছেন। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখল করে যে দোকানগুলো গড়ে উঠেছে, সেগুলো থেকেই যায়। এদিন সেই নির্মাণগুলো ভেঙে ফেলা হয়। এদিন অভিযান শুরুর আগে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছিল।

You might also like!