Country

2 months ago

Jaya Bachchan:যুবসমাজকে বঞ্চনা, ‍বুধে বাজেট নিয়ে জয়া বচ্চনের নিশানা

Jaya Bachchan
Jaya Bachchan

 

নয়াদিল্লি, ২৪ জুলাই  : এবারের বাজেটে দেশের যুব সমাজকে বঞ্চনা করা হয়েছে। তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বুধবার সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের সমালোচনা করলেন জয়া। সাংসদের কথায়, এমন সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা কেন্দ্র কখনওই পূরণ করতে পারবে না'।

এদিকে মোদী সরকারের 'কুর্সি বাঁচাও বাজেটের' বিরোধিতা করে বুধবার সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্ডি জোট শরিকদের সাংসদেরা। এদিন সংসদে এসে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন দেখা করেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে। উল্লেখ্য, মঙ্গলবার তৃতীয় এনডিএ-র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, জোটের যে দুই শরিকের হাত ধরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বার ক্ষমতায় এসেছে এনডিএ, সেই টিডিপি এবং জেডিইউ সরকারের কথা ভেবে তৈরি হয়েছে বাজেট। অন্ধ্রপ্রদেশ এবং বিহারে একাধিক প্রকল্পের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ কেন্দ্রীয় বাজেট থেকে বঞ্চিত বিরোধীরা, অভিযোগ এমনটাই। বৈষম্যের অভিযোগে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডি জোট।

You might also like!