Country

2 hours ago

Amit shah: সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা কমাতে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে : অমিত শাহ

Amit shah
Amit shah

 

গান্ধীনগর, ১৯ নভেম্বর : সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা কমাতে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি বলেছেন, পুলিশকে ক্ষমতা দেওয়ার জন্যও অনেক কাজ করা হয়েছে। গুজরাটের গান্ধীনগরে মঙ্গলবার ৫০-তম সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) এবং জাতীয় রক্ষণ শক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনী বক্ত্তৃতায় গত পঞ্চাশ বছরে ভারতে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি সাধিত হয়েছে, তা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনগুলি পুলিশ বাহিনীর প্রকৃতি এবং কার্যকারিতার পরিবর্তনের প্রয়োজন মিটিয়েছে। আরও অন্তর্দৃষ্টি প্রদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন, গত এক দশকে, দেশ সবচেয়ে সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা হ্রাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব এবং নকশাল প্রভাবিত অঞ্চলে ৭০ শতাংশ হিংসা হ্রাসের উল্লেখ করেছেন।


You might also like!