Country

2 months ago

Cloudburst in Uttrakhand : উত্তরাখণ্ডের তেহরিতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু দু'জনের, পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Cloudburst in Uttrakhand (symbolic picture)
Cloudburst in Uttrakhand (symbolic picture)

 

তেহরি, ১ আগস্ট : উত্তরাখণ্ডের তেহরি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে দু'জনের মৃত্যু হয়েছে। এসডিআরএফ জানিয়েছে, বুধবার রাতে তেহরি জেলার ঘানসালি এলাকায় জখান্যালীতে মেঘভাঙা বৃষ্টিতে ৩ জন তলিয়ে যান। রাতেই ওই এলাকায় উদ্ধারকাজে নামে এডিআরএফ, রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদ থেকে একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারের মাধ্যমে হাসপাতালে আনা হয় এবং দু'টি মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে, টানা বৃষ্টিতে মন্দাকিনী নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসন গৌরীকুন্ড মন্দির ও আশপাশের এলাকা থেকে মানুষজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিপর্যয় মোকাবিলা সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন ঘানসালি এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

You might also like!