Country

2 months ago

Big relief to AAP camp:এএপি শিবিরে বড়সড় স্বস্তি, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল

Kejriwal got interim bail in Supreme Court
Kejriwal got interim bail in Supreme Court

 

নয়াদিল্লি, ১২ জুলাই : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন প্রদান করল সুপ্রিম কোর্ট। শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই ৯০ দিন কারাগারে কাটিয়েছেন এবং তিনি একজন নির্বাচিত নেতাও বটে।

এদিকে, কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই আম আদমি পার্টি শিবির উৎসবের আনন্দে মেতে উঠেছে। এএপি প্রধান কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় দলীয় শিবির বড়সড় স্বস্তিও পেল। উল্লেখ্য, উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরি। কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, ইডির গ্রেফতারি বেআইনি নয়। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান। শুনানিপর্বের শেষে গত ১৭ মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ। আর শুক্রবার রায় ঘোষণা করা হল।


You might also like!