Country

2 months ago

Atishi hits bjp : কেজরি জামিন পেতেই বিজেপিকে তোপ অতিশীর, ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার পরামর্শ এএপি নেত্রীর

AAP leader Atishi (symbolic picture)
AAP leader Atishi (symbolic picture)

 

নয়াদিল্লি, ১২ জুলাই ঃ আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ইডি-র মামলায় অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই বিজেপিকে একহাত নিলেন এএপি নেত্রী অতিশী। বিজেপির প্রতি অতিশীর পরামর্শ, এবার ষড়যন্ত্র বন্ধ হোক। শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অতিশী। এরপর অতিশী, সন্দীপ পাঠক ও সৌরভ ভরদ্বাজ এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "বিজেপি জানত যে তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) রাউস অ্যাভিনিউ আদালত জামিন দিয়েছে, তাঁরা জানে সুপ্রিম কোর্ট থেকেও তিনি জামিন পাবেন। এই কারণেই, তাঁরা আরেকটি ষড়যন্ত্র করেছিল এবং যেদিন সুপ্রিম কোর্টে জামিনের শুনানি হওয়ার কথা ছিল, তার একদিন আগে সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল।"

অতিশী প্রশ্ন করেছেন, "কেন তাঁকে গ্রেফতার করল সিবিআই? কারণ তিনি যদি ইডি মামলায় জামিন পান, তবে তিনি জেল থেকে বেরিয়ে আসতেন এবং দিল্লির জনগণের জন্য ১০ গুণ দ্রুত কাজ করতেন। আমি বিজেপিকে বলতে চাই - দেশের প্রতিটি আদালতই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছে। আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অহংকার বন্ধ করুন এবং অন্যান্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করুন। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।

You might also like!