Country

6 hours ago

Assembly polls begin in Maharashtra: মহারাষ্ট্রে শুরু বিধানসভা ভোট, মহাযুতি ও আঘাড়ির মধ্যে জোরদার টক্কর

Assembly polls begin in Maharashtra
Assembly polls begin in Maharashtra

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর : মহারাষ্ট্রে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ভোটদান প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের সব ক’টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই বুথের সামনে উৎসাহী জনতার লম্বা লাইন দেখা গিয়েছে। মহারাষ্ট্রের জনতাকে বিপুল মাত্রায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাযুতি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ি’র মধ্যে। এ ছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস), প্রকাশ আম্বেদকরের ‘বঞ্চিত বহুজন অঘাড়ি’ (ভিবিএ), হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। মহারাষ্ট্রে ভোটের ফল ঘোষণা হবে আগামী ২৩ নভেম্বর।

You might also like!