Country

3 months ago

Assam Flood : বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, মৃত্যু বেড়ে ৪৬

Assam Flood (symbolic picture)
Assam Flood (symbolic picture)

 

গুয়াহাটি, ৪ জুলাই ঃ বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অসমের ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর। কাজিরাঙা অভয়ারণ্যে ১৭টি প্রাণী ডুবে মারা গিয়েছে, ৭২টি প্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অসমজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১০০টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।


You might also like!