Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

6 days ago

Assam Earthquake: ৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! কাঁপল উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশ

Earthquake jolts Assam in early Monday morning
Earthquake jolts Assam in early Monday morning

 

গুয়াহাটি, ৫ জানুয়ারি : জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হল অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন টের পাওয়া মাত্রই ঠান্ডা ও কুয়াশার মধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল ও মায়ানমারেও কম্পন টের পাওয়া যায় বলে জানা যাচ্ছে।

You might also like!