Business

1 year ago

Government Scheme For Women: স্বল্প বিনিয়োগে মোটা টাকা রিটার্ন চান? জেনে নিন

Government Scheme For Women
Government Scheme For Women

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল্প টাকা বিনিয়োগ করে ভাল টাকা রিটার্ন পেতে চাইছেন? অথচ বুঝতে পারছেন না ঠিক কোথায় বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। তাহলে আজ রইল কেন্দ্রীয় সরকারের কয়েকটি স্কিমের ( Government Scheme ) বিশদ বিবরণ। এই স্কিমগুলি মহিলাদের জন্য। যেখানে টাকা রাখলে মোটা টাকা ফেরত পেতে পারবেন।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

এই প্রকল্পে বিনিয়োগ করলে ভাল টাকা রিটার্ন পাওয়া যায়। কারণ এই প্রকল্পে সুদ পাওয়া যায় ৭.১ শতাংশ। বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়।

মহিলা সঞ্চয় প্রকল্প

২০২৩-২৪ আর্থিক বর্ষে এই বিশেষ সঞ্চয় প্রকল্প চালু হয়েছে। পোস্ট অফিস থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। ১ হাজার থেকে ২ লক্ষ টাকা জমা করা যায়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

এই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে পোস্ট অফিসে। মোট ৫ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। সুদ পাওয়া যায় ৭.৭ শতাংশ।

টাইম ডিপোজিট স্কিম

পোস্ট অফিস থেকে এই স্কিমে বিনিয়োগ কড়া যায়। ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।


You might also like!