Business

1 year ago

Liquor Store: এবার মদ বিক্রির রিয়েল টাইম ডেটা রাখবে রাজ্য সরকার

Liquor Shop (File Picture)
Liquor Shop (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকার এবার রাজ্যের কোথায়, কত পরিমাণ, কী ধরনের মদ কত দামে বিক্রি হয়েছে সে সমস্ত হিসেব নিকেশ এবার রিয়েল টাইমে রাখতে চলেছে রাজ্য সরকার। এক ক্লিকেই এবার কোথায় কোন ব্র্যান্ড জনপ্রিয় তা জানতে পারবেন  রাজ্যের আবগারি আধিকারিকরা। সমস্ত মদের দোকান ও বারে ইপশ মেশিন বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে রাজ্যের আবগারি দপ্তর। দপ্তরের তরফে সমস্ত এক্সাইজ় লাইসেন্সিকে ইপশ মেশিন কিনতে বলা হয়েছে।

You might also like!