Business

10 months ago

Tata Steel Share Price: টাটাদের এই স্টকের দাম আজ 52 সপ্তাহের সর্বোচ্চে

Tata Steel Share Price
Tata Steel Share Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দর প্রায় 4 শতাংশ বৃদ্ধি পেয়ে 52 সপ্তাহের সর্বোচ্চ 156.20 টাকায় পৌঁছয়। জানা গিয়েছে, এদিন সকালে একটি ব্লক ডিলের জন্য শেয়ারটিতে বিপুল ভলিউমের ট্রেড দেখা যায়। আজ সকালে কোম্পানিটির 74.1 লক্ষ শেয়ারের হাতবদল দেখা গিয়েছে। এদিন শেয়ারটির দরে ঊর্ধ্বগতির জেরে তিন সেশনে Tata Steel -এর স্টকের দাম প্রায় 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, স্টকটির ভলিউমের জন্য এদিন তরতরিয়ে বেড়েছে দাম। শনিবার সকাল 11:50 নাগাদ NSE-তে কোম্পানির 1 কোটি শেয়ারে হাতবদল হয়েছে। কোম্পানিটির মোট ট্রেডেড শেয়ারের মূল্যের পরিমাণ ছিল 278 কোটি টাকা।

শেয়ারের দাম

আজ বিশেষ সেশন শেষ হওয়ার সময় Tata Steel -এর শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 3.54 শতাংশ বেড়ে হয়েছে 155.25 টাকা। বর্তমানে শেয়ারটির 52 সপ্তাহের সর্বোচ্চ দর রয়েছে 156.20 টাকা। 52 সপ্তাহের সর্বনিম্ন মূল্য রয়েছে 101.55 টাকা। এই কোম্পানির শেয়ারের ফেসভ্যালু রয়েছে এক টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ 193806 কোটি টাকা।

রিটার্নের পরিমাণ

চলতি বছরে এখনও পর্যন্ত এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 11.21 শতাংশ। এক সপ্তাহের নিরিখে শেয়ারটির মূল্য 6.74 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক মাসের হিসাবে শেয়ারটির দাম 11.93 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। তিন মাসে শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 19.42 শতাংশ। ছয় মাসের নিরিখে শেয়ারটিতে বিনিয়োগকারীরা পেয়েছেন 22.2 শতাংশ রিটার্ন। গত এক বছরে ইস্পাত কোম্পানিটির শেয়ারে রিটার্ন মিলেছে প্রায় 48.35 শতাংশ। তবে তিন বছরের নিরিখে এই কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। 36 মাসের হিসাবে স্টকটির দাম বেড়েছে প্রায় 111.08 শতাংশ। ছয় মাসে স্টকটির মূল্য বৃদ্ধি পেয়েছে 205.85 শতাংশ।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই কোম্পানির স্টক নিফটির রিটার্নের তুলনায় আউটপারফর্ম করেছে। গত এক বছরে নিফটিতে রিটার্ন মিলেছে প্রায় 29 শতাংশ। বর্তমানে স্টকটি 50 এবং 200 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে।


You might also like!