Business

11 months ago

LPG Price Hike: সুরাহা মিলল না! বাজেট পেশের দিনেই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

LPG Price Hike
LPG Price Hike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজেট পেশের দিনেই ফের দাম বাড়ল গ্যাসের। ১ ফেব্রুয়ারি থেকে হোটেল ও রেস্তরাঁয় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ায় বাড়ল চিন্তা। কলকাতায় বানিজ্যিক LPG গ্যাসের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম হল ১৮৮৭ টাকা।

প্রতি মাসেরই শুরুতে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বিচার করে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম কমানো বা বাড়ানো হয়।

এ দিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ঘোষণা করা হয়, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৫৫. ৫০ টাকা। আগে খরচ হত ১৭৬৯ টাকা ৫০ পয়সা। তবে ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল-রেস্তোরাঁয়।


You might also like!