নয়াদিল্লি, ২৮ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। কর্মসংস্থান মেলার আওতায় মোদী ২৮ অক্টোবর দুপুর ১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত কর্মীদের নিয়োগপত্র তুলে দেবেন।
নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সারাদেশে ৩৭টি স্থানে কর্মসংস্থান মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নিয়োগ প্রক্রিয়া হবে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন কর্মচারীরা রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগে কাজে যোগদান করবে।
কর্মসংস্থান মেলা প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ। এই মেলার ফলে তরুণদের ক্ষমতায়ন হবে।