Business

6 months ago

Stock Market:শপথের পরদিনই উঠলো শেয়ারবাজার

Stock Market
Stock Market

 

মুম্বই, ১০ জুন : ভোটের ফলপ্রকাশের দিন সকালে যে ধস নেমেছিল, সোমবার দিনের শুরুতেই সেই ক্ষতি একলাফে সামলে নিল শেয়ার বাজার। এদিন বাজার খুলতেই স্টক মার্কেট সর্বকালের উচ্চতায় পৌঁছে যায়। তৃতীয় মোদী সরকার রবিবার শপথ নেওয়ায় সেনসেক্স সোমবার সকালেই ৭৬,৭৩০ পয়েন্ট এবং নিফটি ২৩,৩২০ পয়েন্ট দিয়ে বাজার খোলে।

এদিন সকালে বাজার খুলতেই এনএসই নিফটি ৫০ ছিল ৯১.৯০ পয়েন্ট অর্থাৎ ০.৩৯ শতাংশ বেশি। অন্যদিকে বিএসই সেনসেক্স ছিল ২৩৩.১১ পয়েন্ট অর্থাৎ ০.৩০ শতাংশ বেশি।


You might also like!