দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের নতুন সংসদ ভবন থেকে রাম জন্মভূমি- সব ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে টাটা গোষ্ঠীর নাম। ভারতীয় এই সংস্থা রাম মন্দির ও সংসদ ভবনের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নতুন সংসদ ভবন তৈরির জন্য দরপত্র জমা করেছিল অনেক সংস্থা। টাটা প্রোজেক্টও ছিল সেই দৌড়ে। লারসেন ও টুরবোকে পিছনে ফেলে সংসদ ভবন তৈরির দায়িত্ব যায় টাটা প্রোজেক্টের হাতে। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে এই বরাত পেয়েছিল টাটা প্রোজেক্ট। ৮৬১.৯০ কোটি টাকার দরপত্র দিয়ে সেই বরাত পেয়েছিল টাটা গোষ্ঠী। এর পর টাটা গোষ্ঠীর পায় রামমন্দিরে নির্মাণ কাজের দায়িত্ব।
সংসদ ভবন উদ্বোধনের এক মাস পরই ইএনআর গ্লোবাল বেস্ট প্রোজেক্ট অ্যাওয়ার্ড ২০২৩ গিয়েছিল টাট প্রোজেক্টের ঝুলিতে। এ বিষয়ে টাটা প্রোজেক্টের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিনায়ক পাই বলেছেন, “ প্রস্তাবিত প্রকল্পের যথাযথ রূপায়ন আমরা কীভাবে করি, তার সবথেকে বড় উদাহরণ এটি। প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনী দিয়ে আমরা সমস্ত প্রকল্পের কাজ করি। সফল কাজের জন্য আমাদের গ্রাহক, কর্মীদেরও ধন্যবাদ জানাই। এই নির্মাণ আমাদের ব্র্যান্ড কে আরও তুলে ধরেছে।” ২০২৩ অর্থবর্ষে টাকা প্রোজেক্টের রেভিনিউ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে টাটা প্রোজেক্টের হাতে রয়েছে ২২০টি প্রকল্প।