মুম্বাই, ২৬ অক্টোবর : শেয়ার মার্কেটে বড় পতন। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বড়সড় পতন দেখল স্টক মার্কেট। সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ১৯০০০ এর নীচে নেমে গিয়েছে নিফটি। ২০২৩ সালের ১৮ জুন থেকে এটা রেকর্ড নীচে নামল।
সকাল সাড়ে দশটা নাগাদ ২২২ পয়েন্ট নেমে নিফটি ফিফটি দাঁড়িয়েছিল ১৮৮৯৬ পয়েন্টের আসেপাশে। ব্যাঙ্ক নিফটিতে ভয়াবহ পতন দেখেছে বাজার। সকাল সাড়ে দশটার মধ্যেই প্রায় ৫০০ পয়েন্ট পড়েছে ব্যাঙ্ক নিফটি। সেই সময় দাঁড়িয়েছিল ৪২৩৫৭ পয়েন্টে।
এদিন বাজার খোলার প্রথম আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স ৫১৭.১৭ পয়েন্ট কমে লেনদেন করছে। এটি ইন্ট্রাডে-তে সকাল সাড়ে দশটা পর্যন্ত ৬৩,৩৩৮ পয়েন্টে রয়েছে। এই সময় পর্যন্ত প্রায় সাড়ে সাতশো পয়েন্ট নেমেছে মুম্বাই শেয়ার বাজারের সেনসেক্স।
আজকের লেনদেনে, বিএসই সেনসেক্স ২৭৪.৯০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ পতনের সঙ্গে ৬৩,৭৭৪ পয়েন্টে খোলে। এছাড়াও, এনএসই-এর নিফটি ৯৪.৯০ পয়েন্ট বা ০.৫০ শতাংশ পতন হয়ে ১৯,০২৭ স্তরে লেনদেন শুরু করে। তারপর খালি পতনই হয়েছে।