Business

7 months ago

Reserve Bank of India : কেন্দ্রকে রেকর্ড লভ্যাংশ দিচ্ছে RBI, গত অর্থবর্ষের তুলনায় ১৪০ শতাংশ বেশি !

Reserve Bank of India
Reserve Bank of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল্পনা ছিল । সেটাই সত্যি হল । আগামী অর্থবর্ষে কেন্দ্রকে রেকর্ড হারে সারপ্লাস বা লভ্যাংশ দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া । জানা গিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় ১৪০ শতাংশ বেশি লভ্যাংশ দেওয়া হবে মোদী সরকারকে । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রকে ২ লক্ষ কোটি টাকারও বেশি দেবে তারা । যা সাম্প্রতিক অতীতে রেকর্ড বলে মনে করা হচ্ছে ।

২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রকে ৮৭,৪১৬ কোটি টাকা দেওয়া হয়েছিল । সেখানে এবার দেওয়া হচ্ছে ২ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা যা প্রায় ২.১১ লক্ষ কোটি টাকা । লভ্যাংশের পরিমাণ বাড়ানোর কারণ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক তাদের বিবৃতিতে জানিয়েছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

রিজার্ভ ব্যাঙ্কের লভ্যাংশ গচ্ছিত থাকে মূলত দুঃসময়ের জন্য । কিন্তু, অর্থনৈতিক মহল বলছে, তেমন কোনও সংকটের পরিস্থিতি না থাকা সত্ত্বেও মোদী সরকার আরবিআইয়ের কাছে থেকে লভ্যাংশ নিয়েছে । যা নিয়ে উঠছে প্রশ্নও ।


You might also like!