দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লক্ষ্মীপুজোর স্বস্তি। পর পর তিনদিন দাম বাড়ার পর কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দর (Gold Price Today)। একই সঙ্গে সস্তা হয়েছে রুপোর দরও (Silver Price Today)।
একনজরে কলকাতার বাজারে সোনা রুপোর দর
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫৬৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৮০০ টাকা।
২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম ৬ হাজার ১৯৬ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৯৬০ টাকা।
এদিন কলকাতার বাজারে ৫০০ টাকা কমেছে রুপোর দর। শুক্রবার ১ কেজি রুপোর নতুন দর হয়েছে ৭৪ হাজার ৬০০ টাকা।