দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোটা বিশ্বে যা নেই, এবার তাই পেতে চলেছে রাম জন্মভূমি। একটি সাত-তারা বিলাসবহুল হোটেল খুলছে অযোধ্যায়। চমক হল, এই হোটেলে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে। গোটা বিশ্বের ইতিহাসে এমন সাত তারা হোটেল আর নেই। রাম মন্দিরের উদ্বোধনের আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই হোটেলের কথা ঘোষণা করেছেন। রবিবার (১৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা অযোধ্যায় হোটেল তৈরির জন্য ২৫টি প্রস্তাব পেয়েছি। প্রস্তাবগুলির মধ্যে একটি হল একটি বিশুদ্ধ নিরামিষ খাবারের সাত তারা হোটেল।” এই হোটেল তৈরির প্রস্তাব কোন শিল্প গোষ্ঠী দিয়েছে, তা অবশ্য জানাননি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, অযোধ্যায় একটি পাঁচ তারা হোটেল তৈরির প্রস্তাবও এসেছে। এই প্রস্তাব দিয়েছে মুম্বইয়ের একটি রিয়েল এস্টেট ফার্ম। সরযু নদীর তীরে ১১০টিরও বেশি ছোট-বড় হোটেল মালিক জমি কিনছেন হোটেল তৈরির জন্য। এখানে একটি সোলার পার্কও তৈরি করা হচ্ছে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওইদিন থেকে অযোধ্যায় একটি আবাসন প্রকল্প নির্মাণের কাজও শুরু হবে। সব মিলিয়ে হোটেল এবং আবাসন প্রকল্প-সহ শহরটিকে একটি বিশিষ্ট ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। যেখানে থাকবে বিশ্বমানের সুযোগ-সুবিধা।
যোগী আদিত্যনাথ আরও জানিয়েছেন, মন্দিরের শহরটির পরিকাঠামোগত উন্নয়নের জন্য তাঁর সরকার একের পর এক কাজ করে চলেছে। অযোধ্যায় যে টেন্ট সিটি বা তাঁবু শহর তৈর করা হয়েছে, সেখানে একসঙ্গে ৫০,০০০ ভক্ত থাকতে পারবেন। অযোধ্যাকে বারাণসী, গোরখপুর, লখনউ এবং প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি গ্রিন করিডর তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তবে অযোধ্যায়, এই সকল উন্নয়নমূলক কাজের দৌলতে অনেকেরই বাড়িঘর ভাঙতে হয়েছে। অনেকেই বাস্তুচ্যুত হয়েছেন। কারও কারও দোকান ভাঙতে হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে তাঁদের ব্যবসা। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিগের উপযুক্তভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিকল্প জায়গাও দেওয়া হয়েছে বাড়ি অথবা দোকান তৈরির জন্য।
ইতিমধ্যেই অযোধ্যায় একটি নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছে। যা মুম্বই, দিল্লি-সহ ভারতের বড় বড় শহরগুলির সঙ্গে অযোধ্যাকে উড়ান পথে সংযুক্ত করবে। সংস্কার করা হয়েছে রেলস্টেশনও। আগামী শুক্রবার লখনউ থেকে একটি হেলিকপ্টার পরিষেবাও শুরু হবে। মন্দির থেকে মাত্র ১৫মিনিট দূরে তৈরি হচ্ছে বিলাসবহুল আবসন ‘দ্য সরযু’। তৈরি করছে মুম্বইয়ের ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ সংস্থা। সেখানে বলিউট সুপারস্টার অমিতাভ বচ্চন একটি জমি কিনেছেন বলে খবর পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে এখানে ১০,০০০ বর্গফুট জমির দাম পড়তে পারে ১৪.৫ কোটি টাকা! অযোধ্যাকেও একটি স্মার্ট সিটি হিসেবেও গড়ে তোলা হচ্ছে।