দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিত্যদিন ওঠাপড়া লেগেই থাকে পেট্রল ও ডিজেলের দামে। কখনও কখনও আবার অপরিবর্তিও থাকে। সেরকম শুক্রবারও অপরিবর্তিত থাকল পেট্রল ও ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৬টাকা ৩ পয়সা। এবং দিল্লিতে পেট্রোলের দাম ৯৬টাকা ৭২ পয়সা।
শুক্রবার ডিজেলের দামেও কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৯২ টাকা ৭৬ পয়সা। শুক্রবারও একই দাম রয়েছে। দিল্লিতে ডিজেলের দাম রয়েছে ৮৯ টাকা ৬২ পয়সা।
আপনি মোবাইল থেকেও পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। তারজন্য একটি SMS করতে হবে। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।