Business

9 months ago

Paytm UPI Transaction: মুখ থুবড়ে পড়েছে Paytm এর UPI ট্রানজাকশন, কেন এমন অবস্থা?

Paytm
Paytm

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপেটিম পেমেন্টস ব্যাঙ্কের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে চালু রয়েছে তাদের থার্ড পার্টি UPI নির্ভর ট্রানজাকশন। যদিও সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে ট্রানজাকশনের পরিমাণ কমছে নিয়মিত।

জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে পেটিএমের ট্রানজাকশনের পরিমাণ কমেছে প্রায় ১০. ৪ শতাংশ। জানা গিয়েছে, ২০২৪ -এর শুরুতেই ওই সংস্থাটির UPI ট্রানজাকশন ছিল ১.৫৬ বিলিয়ন। ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে ১.৪০ বিলিয়ন। মার্চ মাসে সেই ট্রানজাকশনের পরিমাণ আরও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন ট্রানজনশন কমছে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, Paytm পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হওয়ার ফলে ওয়ালেট ট্রানজাকশন কমতে শুরু করেছিল। শুধু তাই নয়, নতুন করে User Onboard বন্ধ রাখতে হয়েছিল তাদের। সেকারণে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায়নি।তবে থার্ড পার্টি ব্যাঙ্কের মাধ্যমে UPI ট্রানজাকশন, মোবাইল রিচার্জ, DTH রিচার্জ সহ বেশ কিছু প্রয়োজনীয় পরিষেবা চালু রয়েছে।

You might also like!