Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Business

1 year ago

NABARD:'২৪-'২৫ অর্থবর্ষে রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা নাবার্ড-এর

NABARD targets Tk 3.15 lakh crore loan to state in FY24-25
NABARD targets Tk 3.15 lakh crore loan to state in FY24-25

 

কলকাতা  : ২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি,ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা ধার্য করল নাবার্ড। যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি।

নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত এক আলোচনাচক্রে একথা জানিয়েছেন ‘নাবার্ড’-এর পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সিজিএম উষা রমেশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি,ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে।

আলোচনার উদ্বোধন করে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে এই ঋণ কৃষকদের সহযোগিতা করবে। এদিনের আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন এ রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ড. মনোজ পন্থ, রাজ্যের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব ড.কৃষ্ণ গুপ্তা ও কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, স্টেট ব্যাঙ্কের সিজিএম প্রেম অনুপ সিনহা প্রমুখ।

You might also like!