Business

8 months ago

MRF Announces Dividend: প্রতি শেয়ারে 194 টাকা করে লভ্যাংশ প্রদানের ঘোষণা দেশের সবচেয়ে দামি স্টকের

MRF Announces Dividend
MRF Announces Dividend

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলভ্যাংশ প্রদানের ঘোষণা করল দেশের সবচেয়ে উচ্চ মূল্যের স্টক MRF। গত দু'বার এই টায়ার কোম্পানি প্রতি শেয়ারে তিন টাকা করে লভ্যাংশ দিয়েছিল। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে 2023-24 সালের জন্য প্রতি শেয়ারে 194 টাকা করে চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, "প্রতি দশ টাকা ফেসভ্যালুর ইকুইটি শেয়ারে 194 টাকা (1940%) করে চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছেন বোর্ড অফ ডিরেক্টররা। 2024 সালের 31 মার্চ শেষ হওয়া আর্থিক বছরে এই কোম্পানি দু'বার প্রতি শেয়ারে তিন টাকা (30%) করে অন্তর্বর্তী লভ্যাংশের ঘোষণা এবং প্রদান করেছে। প্রতি দশ টাকার শেয়ারে 2023-24 আর্থিক বছরে মোট লভ্যাংশ প্রদানের পরিমাণ 200 টাকা (2000%)।"

2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এই কোম্পানির কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ হয়েছে 396 কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে সংস্থাটির লাভ হয়েছিল 341 কোটি টাকা। বার্ষিক নিরিখে লাভের অঙ্ক বৃদ্ধি পেয়েছে প্রায় 16 শতাংশ। কর বাদ দিয়ে কোম্পানিটির মুনাফা গত আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ছিল 510 কোটি টাকা। অর্থাৎ চতুর্থ ত্রৈমাসিকে তৃতীয়ের তুলনায় লাভের অঙ্ক কমেছে প্রায় 22 শতাংশ।

সংস্থাটির গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে পরিচালন বিভাগ থেকে আয় হয়েছিল 6349 কোটি টাকা। 2022-23 আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে এই আয়ের পরিমাণ ছিল 5842 কোটি টাকা। অর্থাৎ আয়ের পরিমাণ বার্ষিক হিসাবে বৃদ্ধি পেয়েছে প্রায় 9 শতাংশ। অন্যদিকে, সংস্থাটির খরচের পরিমাণ 2023-24 সালের চতুর্থ কোয়ার্টারে ছিল 5916 কোটি টাকা। 2022-23 সালের জানুয়ারি থেকে মার্চে এই পরিমাণ ছিল 5410 কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের অঙ্ক 9 শতাংশ বেড়েছে।

জানা গিয়েছে, কোম্পানিটির লাভের মার্জিন চতুর্থ ত্রৈমাসিকে ছিল 6.15 শতাংশ। 2023-24 সালের তৃতীয় ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল 8.17 শতাংশ। 2022-23 আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে পরিমাণটি ছিল 5.76 শতাংশ।

শেয়ারের দাম

শুক্রবার বাজার বন্ধের সময় MRF -এর শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 3.97 শতাংশ কমে হয়েছে 128560.40 টাকা। কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 56800 কোটি টাকা। সংস্থার 52 সপ্তাহের সর্বোচ্চ মূল্য রয়েছে 151445 টাকা। গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 37.41 শতাংশ।


You might also like!