Business

1 year ago

ONGC Oil Production : ভারতেই আরো তেল উৎপাদন! বছর প্রতি খরচ বাঁচবে ১০০০০ কোটি

More Curd oil production in India (Symbolic Picture)
More Curd oil production in India (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাষ্ট্রীয় মালিকাধীন তেল সংস্থা ওএনজিসি, অপরিশোধিত তেল উৎপাদনে বড়সড় পদক্ষেপ করতে চলেছে। দ্রুত গভীর সমুদ্রের তৈল খনি কৃষ্ণা-গোদাবরী বেসিন থেকে তেল উৎপাদন শুরু করতে চলেছে ওএনজিসি।  

উল্লেখ্য, ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের অন্তত ৮৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আমদানি করে। কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে তেল উৎপাদন ঠিকমতো শুরু হলে ভারতের বছরে দশ হাজার কোটি টাকারও বেশি আমদানি খরচ বাঁচবে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণা-গোদাবরী বেসিন থেকে তেল উত্তোলনের গোটা প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই গভীর সমুদ্রের তৈলখনি নিয়ে আলোচনা হয়েছে।  এখান থেকে উৎপাদন শুরু হলে তা ওএনজিসি-এর জন্য ভাল হবে, কারণ বেশ কিছু সময় ধরেই এই সংস্থা কম উৎপাদনের কারণে সমস্যায় পড়েছে। কাজ শুরু হলে দেশের পূর্ব উপকূলে ওএনজিসির প্রথম গুরুত্বপূর্ণ তৈলখনি হবে কৃষ্ণা-গোদাবরী বেসিন। 

কৃষ্ণা-গোদাবরী বেসিন-র ৯৮/২ ব্লক থেকে উৎপাদন ভারতের অভ্যন্তরীণ তেল উৎপাদন বৃদ্ধি করবে। যার ফলে আমদানির উপর  নির্ভরতা কমবে। যখন পুরোমাত্রায় কার্যকর হবে তখন ক্লাস্টার ২ প্রকল্প থেকে গোটা ভারতের তেল উত্তোলনের  ৭ শতাংশ মিলবে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই প্রতিদিন অন্তত ৪৫০০০ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। আর এর উপর ভিত্তি করেই ২০২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৫ অর্থবর্ষে ওএনজিসি-এর উৎপাদনের পরিমাণ লাফ দিয়ে অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। 

You might also like!