Business

8 months ago

Kotak Mahindra: কয়েক হাজার কোটি টাকা ক্ষতি কোটাক মাহিন্দ্রা কর্তার, RBI-এর নির্দেশের পরেই বিপুল ক্ষতি

Kotak Mahindra
Kotak Mahindra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাতারাতি ১০ হাজার কোটি টাকা খোয়ালেন কোটাক মাহিন্দ্রার মালিক উদয় কোটাক। কারণ নতুন গ্রাহক যোগ করা এবং নতুন ক্রেডিট কার্ড যোগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর RBI এর এই নির্দেশের পরই হু হু করে পতন হয়েছে কোটাক মহিন্দ্রার শেয়ার দরের।

কী নির্দেশ দেওয়া হয়েছে?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অনলাইন এবং ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে নতুন কোনও গ্রাহক সংযোগ করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এমনকি, নতুন ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কোটাক মহিন্দ্রার সবথেকে বড় শেয়ার রয়েছে উদয় কোটাকের। সেকারণে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত তিনি প্রায় ১.৩ বিলিয়ন ডলার খুইয়েছেন। যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকারও বেশি।

সম্প্রতি এপ্রিল মাসে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্ট অনুযায়ী সেসময় উদয় কোটাকের সম্পত্তির পরিমাণ ছিল ১৪ হাজার ৪০০ কোটি ডলার।


You might also like!